E-Rickshaw

চালকের সঙ্গে ঝগড়া! ই-রিক্সা নিয়ে পালানোর চেষ্টা মহিলার

তিনি রিক্সা থেকে নেমে অন্য যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। আর সে সময়ই তাঁর ই-রিক্সা নিয়ে চম্পট দেয় ওই মহিলা। 

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৬:৫৯
Share:

ই-রিক্সার প্রতীকী চিত্র। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

এলাকায় ই-রিক্সা চুরির চেষ্টার অপরাধে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে মধ্যদিল্লির পাহাড়গঞ্জ এলাকায়। রিক্সা চুরির চেষ্টায় আটক ওই মহিলার নাম রেণু। তাঁর বয়স ৪০ বছর।

Advertisement

পাহাড়গঞ্জের সদর থানা রোড এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন ই-রিক্সার চালক অভিষেক কুমার। তখনই ওই মহিলা এসে তাঁর পাশের সিটে বসে পড়েন। সেই সময় রিক্সার অন্য আসন ফাঁকা ছিল। সে সময় ওই মহিলাকে পিছনের সিটে যেতে বললেও তিনি যাননি বলে পুলিশকে জানিয়েছেন অভিষেক।

রাণু নামের ওই মহিলা সামনে বসার জন্য তাঁর অস্বস্তি হচ্ছিল বলে জানিয়েছেন অভিষেক। তাই তিনি রিক্সা থেকে নেমে অন্য যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। আর সে সময়ই তাঁর ই-রিক্সা নিয়ে চম্পট দেয় ওই মহিলা।

Advertisement

আরও পড়ুন: বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রীকে তিন তালাক দিলেন উত্তরপ্রদেশের ব্যক্তি!

আরও পড়ুন: অবিবাহিত মেয়েদের মোবাইলে নিষেধাজ্ঞা! ‘ভিন জাতে’ বিয়ে করলে জরিমানা দেড় লাখ

তবে ই-রিক্সাটি নিয়ে বেশি দূর যেতে পারেননি তিনি। কারণ, চালকের চিৎকার শুনে সেখানে উপস্থিত বাইক আরোহীরা ধাওয়া করেন। তার পর ধরে ফেলেন ওই মহিলাকে। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই মহিলা। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: তিন বছরের প্রতিবেশী শিশুকে পুড়িয়ে মেরে ধৃত মা ও ছেলে!

আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইকে! আটকালে পুলিশকে ধাক্কা যুবতীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement