Delhi Violence

পুলিশ ব্যর্থ, অবিলম্বে দিল্লিতে সেনা নামানোর আর্জি কেজরীবালের

বুধবার সকালে দিল্লিতে মৃত্যুসংখ্যা ২০ ছুঁয়েছে।৪৫ কোম্পানি আধাসেনা নামানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩০
Share:

সেনা নামানোর পক্ষে সওয়াল কেজরীবালের।

পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ। দিল্লিতে তাই ফের সেনা নামানোর পক্ষে সওয়াল করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন কেজরীবাল। এর আগে, মঙ্গলবারও দিল্লিতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেছিলেন কেজরীবাল। তবে কেন্দ্রের তরফে আরও পুলিশ বাহিনী নামানো হবে বলে সেই সময় আশ্বাস দেওয়া হয়। এ দিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সবমিলিয়ে ৪৫ কোম্পানি আধাসেনা নামানো হয়।

Advertisement

বুধবার সকালে দিল্লিতে মৃত্যুসংখ্যা ২০ ছুঁয়েছে। তার পরই রাজধানীর পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেন কেজরীবাল। তিনি লেখেন, ‘‘রাতভর অনেকে মানুষের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম চেষ্টা সত্ত্বেও, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো যায়নি। এ বার সেনা নামানো উচিত। উচিত ক্ষতিগ্রস্ত সব জায়গায় অবিলম্বে কার্ফু জারি করা। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি আমি।’’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে গত রবিবার তেতে ওঠে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। তার পর থেকে গত তিন দিনে বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়েছে। এলোপাথাড়ি ইটবৃষ্টির পাশাপাশি চলেছে গুলিও।

Advertisement

কেজরীবালের টুইট।

আরও পড়ুন: মধ্যরাতে উপদ্রুত এলাকায় ডোভাল, দিল্লিত মৃত বেড়ে ২০

আরও পড়ুন: দিল্লিতে হিংসার প্রতিবাদে মধ্যরাতে কেজরীবালের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ​

তা নিয়ে ইতিমধ্যেই অমিত শাহের সঙ্গে একদফা বৈঠক করেছেন কেজরীবাল। তবে বিভিন্ন মহলের অভিযোগ, হিংসা রুখতে তাঁর সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকি শান্তির আহ্বান জানানো ছাড়া, হিংসা নিয়ে কোনও মন্তব্যও করতে দেখা যায়নি তাঁকে। তার জেরে রাজনৈতিক মহলে তো বটেই দলের অন্দরেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেজরীবালকে। এ দিনও সেনা নামানোর পক্ষে সওয়াল করলেও, দিল্লি পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে যে ভূরি ভূরি অভিযোগ উঠে আসছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement