সাবমেরিন বানাতে ডাক দরপত্রের

এই মাসের গোড়ায় ফ্রান্স, জার্মানি, সুইৎজারল্যান্ড, স্পেন ও রাশিয়ার বেশ কয়েকটি সংস্থাকে প্রযুক্তি সরবরাহের জন্য দরপত্র জমা দিতে বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০২:৩৩
Share:

প্রতীকী ছবি।

বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশীয় কারখানাতেই ডুবোজাহাজ বানাতে চায় নরেন্দ্র মোদী সরকার। তাই ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন ৬টি সাবমেরিন বানাতে বিশ্বের তাবড় যুদ্ধজাহাজ নির্মাতাদের দরপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি। ৬টি সাবমেরিন তৈরির জন্য ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

Advertisement

এই মাসের গোড়ায় ফ্রান্স, জার্মানি, সুইৎজারল্যান্ড, স্পেন ও রাশিয়ার বেশ কয়েকটি সংস্থাকে প্রযুক্তি সরবরাহের জন্য দরপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সরকারি-বেসরকারি ৭টি সংস্থাকে সাবমেরিন বানানোর জন্য খরচনামা জমা দিতে বলা হয়েছে। তা খতিয়ে দেখেই নির্মাতা সংস্থা বেছে নেওয়া হবে। বিদেশি সংস্থার সঙ্গে জোট বেঁধে সাবমেরিন তৈরি করবে তারা। সরকারি সূত্রের খবর, কাজ এখন শুরু হলেও প্রকল্পটির পরিকল্পনা বছর তিনেকের পুরনো। ভারতীয় নৌবাহিনীতে এখন মাত্র ১৩টি সাবমেরিন রয়েছে। যেগুলি প্রায় ২০ বছরের পুরনো। এ ক্ষেত্রে চিন-সহ অন্যান্য দেশের তুলনায় সংখ্যায় এবং প্রযুক্তিতে অনেকটা পিছিয়ে ভারত। ২০০০ সালে একটি প্রস্তাব গৃহীত হয় যে, ২০৩০ সালের মধ্যে দেশের নৌবহরে ২৪টি সাবমেরিন যোগ দেবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement