Delhi Winter

২.২ ডিগ্রি সেলসিয়াস! ঠান্ডায় কাঁপছে দিল্লি, মরসুমের শীতলতম দিনের দোসর ঘন কুয়াশার চাদর

বৃহস্পতিবার মরসুমের ‘শীতলতম দিন’ দেখেছে দিল্লি। আয়ানগরে পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতে। উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ সেলসিয়াসে নেমে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১১:২৭
Share:

কুয়াশায় মোড়া দিল্লির সকাল। ছবি: পিটিআই।

শীতের দিল্লি টেক্কা দিচ্ছে হিলালয়ের পাহাড়ি শহরগুলিকে। বৃহস্পতিবার দেশের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। যা আদতে শৈত্যপ্রবাহের লক্ষণ বলেই মনে করছেন আবহবিদদের একাংশ।

Advertisement

বৃহস্পতিবার মরসুমের ‘শীতলতম দিন’ দেখেছে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরের মতো এলাকায় পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতেও। উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

কনকনে ঠান্ডার পাশাপাশি বৃহস্পতিবার বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি। যার ফলে কমেছে দৃশ্যমানতা। তার প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও। ব্যস্ত পালম এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছিল ২৫ মিটারে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement