Coronavirus in India

একদিনে আক্রান্ত ১০ হাজার, দিল্লিতে করোনা সংক্রমণ ভেঙে দিল সব রেকর্ড

গত বছর ডিসেম্বর মাসের ১৪ তারিখে দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৬০ জনের। দৈনিক মৃত্যু সংখ্যায় যেটি সর্বোচ্চ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২২:৪৭
Share:

ছবি পিটিআই।

দৈনিক আক্রান্তের সংখ্যায় সব রেকর্ড ভেঙে দিল দিল্লি। শেষ ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হলেন ১০ হাজার ৭৭৪ জন। করোনায় মৃত্যু হল ৪৮ জনের। করোনা শুরুর সময় থেকে যা সর্বকালীন রেকর্ড। রবিবার রেকর্ড সংখ্যায় টেস্টও হয়েছে দিল্লিতে। শনিবার যেখানে করোনা পরীক্ষার সংখ্যা ছিল ৮৯ হাজার ৩৩৪ জন। রবিবার সেখানে পরীক্ষা করা হয়েছে ১ লক্ষ ১৪ হাজার জনের।

Advertisement

দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ৯.৪৩ শতাংশ। গত বছর ডিসেম্বর মাসের ১৪ তারিখে দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৬০ জনের। দৈনিক মৃত্যু সংখ্যায় যেটি সর্বোচ্চ। সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেল শনিবারের পরিসংখ্যান। দিল্লিতে এখনও পর্যন্ত মোট ৭ লক্ষ ২৫ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বেশ কয়েকদিন ধরে কেন্দ্রের কাছে আবেদন করছেন টিকা সরবরাহ নিয়ে। তিনি জানিয়েছেন, টানা টিকাকরণ চালিয়ে যাওয়ার মতো প্রতিষেধক মজুত নেই দিল্লি সরকারের কাছে। অবিলম্বে বয়সের বিচার তুলে দিয়ে যদি সঠিক সংখ্যক টিকা দিল্লির হাতে পৌঁছে দেওয়া হয়, তাহলে আগামী ২-৩ মাসের সব দিল্লির বাসিন্দাকে টিকা দিতে পারবে সেই রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement