দুর্নীতির অভিযোগকে সামনে রেখে এ বার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং তাঁর শ্যালক সুরেন্দ্র সিংহের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল দিল্লি পুলিশ।
গত দু’বছরে একের পর এক মামলায় ফেঁসে জেলে গিয়েছেন আপের অন্তত ১৩ জন বিধায়ক। তাঁর দলকে হেনস্থা করতেই এ সব মামলা সাজানো হয়েছে বলে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন কেজরীবাল। কিন্তু এর মধ্যেই দুর্নীতির আর এক অভিযোগে জড়িয়ে গিয়েছে কেজরীবালের পরিবার এবং মুখ্যমন্ত্রী স্বয়ং। কেজরীবাল ও তাঁর শ্যালকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা।
কেজরীবাল, তাঁর শ্যালক সুরেন্দ্র কুমার সিংহ এবং আর এক সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে রাস্তা তৈরি ও তার পাশে নিকাশির ব্যবস্থা করতে গিয়ে আর্থিক কেলেঙ্কারি় করেছেন তাঁরা। এই অভিযোগ এনেছে ‘রোডস অ্যান্টি করাপশন অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি, ওই কাজের বরাত পেয়েছিলেন সুরেন্দ্র। বিরাট অঙ্কের টাকা লাভ করতে গিয়ে ভুয়ো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে পুর দফতরকে ভুয়ো বিল দিয়েছিলেন তিনি। স্বেচ্ছাসেবী সংস্থাটির দাবি, মুখ্যমন্ত্রী কেজরীবাল ওই প্রকল্পের কাজে তাঁর আত্মীয়কে সাহায্য করেছেন। সংস্থাটি অভিযোগ করার পরে দিল্লি পুলিশ বিষয়টি তদন্তের জন্য নথিভুক্ত করেছে। পুলিশের এক কর্তার ব্যাখ্যা, প্রাথমিক তদন্তের পরে অভিযোগ খারিজ করা হতে পারে। আর তা না হলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
সরকারে আসার পর থেকেই কেজরীবাল সরকারের সঙ্গে নরেন্দ্র মোদীর সংঘাত শুরু হয়েছে। বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন আপ বিধায়কেরা। কিছু দিন আগেই কেজরীবাল সরকারের উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। এ বার নতুন অভিযোগে মোদী সরকারের নিশানায় খোদ কেজরীবাল।