দিল্লির জহাঙ্গিরপুরীতে গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় অন্যতম অভিযুক্ত ফরিদ ওরফে নীতু।
দিল্লির জহাঙ্গিরপুরীতে গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার অন্যতম চক্রী। বৃহস্পতিবার তমলুক থেকে ফরিদ ওরফে নীতু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা। সূত্রের খবর, বৃহস্পতিবারই ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে।
পুলিশ সূত্রের খবর, জহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় সক্রিয় ভূমিকা ছিল ফরিদের। ওই ঘটনার পর ট্রেন ধরে তিনি হাওড়ায় পালিয়ে আসেন। তার পর সেখান থেকে বাস ধরে সোজা চলে যান তমলুকে আত্মীয়ের বাড়িতে। ওখানেই এত দিন ঘাপটি মেরে ছিলেন নীতু। এর পর মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানাচ্ছেন পুলিশ সূত্র।
সূত্রের আরও দাবি, ২০১০ সাল থেকে ফরিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই-সহ একাধিক আইনে মামলা নথিভুক্ত হয়েছে। নীতুর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে বলে জানা গিয়েছে।