Euthanasia

Euthanasia: নিষ্কৃতি-মৃত্যুর জন্য সুইৎজারল্যান্ডে যেতে চান বন্ধু, আটকাতে আদালতে মহিলা

স্নায়ুরোগে হাঁটাচলা করতে অক্ষম। স্বেচ্ছামৃত্যুর জন্য সুইৎজারল্যান্ড যেতে চান এক ব্যক্তি। আটকাতে আদালতে বন্ধু।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ২৩:০২
Share:

প্রতীকী ছবি।

রোগের কারণে হাঁটতে চলতে পারেন না ভাল করে। তাই নিষ্কৃতি-মৃত্যু চান। আর সে জন্য সুইৎজারল্যান্ড যেতে চান এক ব্যক্তি। ওই দেশে নিষ্কৃতি-মৃত্যু বেআইনি নয়। বন্ধুকে আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা।

Advertisement

হাই কোর্টে একটি আবেদনে ৪৯ বছরের ওই মহিলা জানিয়েছেন, বিদেশ মন্ত্রক যেন তাঁর বন্ধুকে অভিবাসনের ‘ছাড়পত্র’ না দেয়। ওই ব্যক্তির বয়স চল্লিশের কোঠায়। মায়োলজিক এনসেফ্যালোমাইলিটিস নামে এক দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তিনি। ২০১৪ সালে রোগটি প্রথম ধরা পড়ে। এখন তিনি প্রায় শয্যাশায়ী। মাঝে মধ্যে অল্প হাঁটাচলা করতে পারেন।

অতিমারির সময় রোগের ঠিক মতো চিকিৎসা হয়নি। সে জন্য শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাই নিষ্কৃতি-মৃত্যু চেয়েছেন ওই ব্যক্তি। আবেদনকারীর দাবি, তাঁর বন্ধুর স্বাস্থ্য পরীক্ষা করা হোক। তার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement