Abhay Deol

‘যৌনতা নিয়ে সন্দেহ থাকলে তার উত্তর এখন হাতের মুঠোয়’, অভয়ের প্রশ্নে আর কী বললেন প্রাজক্তা?

যৌনস্বাস্থ্য নিয়ে যাঁরা আলোচনা করেন তাঁদের কাছেও যে কোনও প্রশ্ন নিয়ে সহজেই পৌঁছনো যায়। নতুন প্রজন্ম তাই যৌনতা সংক্রান্ত যে কোনও তথ্যই সহজে হাতের নাগালে পেয়ে যায় বলে মনে করেন প্রাজক্তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৯:২৮
Share:
Actress Prajakta Koli discusses about the impact of social media with Abhay Deol

অভয়ের প্রশ্নে কী বললেন প্রাজক্তা? ছবি: সংগৃহীত।

বর্তমানে মানুষের জীবনের অন্যতম অংশ হয়ে উঠেছে সমাজমাধ্যম। সারা বিশ্বের খবরাখবর এক মুহূর্তে পাওয়া যায় সমাজমাধ্যমের দৌলতে। তবে এর অন্ধকার দিক নিয়েও আলোচনা হয় বিস্তর। তবে অভিনেত্রী প্রাজক্তা কোলি মনে করেন, সমাজমাধ্যমের সাহায্যে অনায়াসেই যৌনতা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, যা আগে মোটেই সম্ভব ছিল না। একটা সময়ে যৌনশিক্ষা অর্জন করতে হলে কাঠখড় পোড়াতে হত অনেক। কিন্তু এখন যে কোনও তথ্যই যেন হাতের মুঠোয়।

Advertisement

অভয় দেওলের সঙ্গে একটি সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন প্রাজক্তা। এই সাক্ষাৎকারে যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন তাঁরা। অভয়ই প্রশ্ন রাখেন, “মানুষের যৌন জীবনের উপর সমাজমাধ্যম কী ভাবে প্রভাব ফেলেছে?” এই প্রশ্নের উত্তরে প্রাজক্তা বলেন, “আমরা যখন বড় হয়েছি তখন এত খোলাখুলি আলোচনা হত না। কিন্তু এখন সমাজমাধ্যমে যৌনতা নিয়ে বহু আলোচনা হয়। যে কোনও বিষয় নিয়েই সহজে জানার সুযোগ থাকে। যৌনতা নিয়ে কোনও প্রশ্ন বা সন্দেহ থাকলেই তার উত্তর পাওয়া যায়।”

যৌনস্বাস্থ্য নিয়ে যাঁরা আলোচনা করেন তাঁদের কাছেও যে কোনও প্রশ্ন নিয়ে সহজেই পৌঁছনো যায়। নতুন প্রজন্ম তাই যৌনতা সংক্রান্ত যে কোনও তথ্যই সহজে হাতের নাগালে পেয়ে যায় বলে মনে করেন প্রাজক্তা।

Advertisement

উল্লেখ্য, ‘মিসম্যাচড’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন প্রাজক্তা। বর্তমান প্রজন্মের সম্পর্কের সমীকরণ তুলে ধরা হয়েছে সেই সিরিজ়ে। এ ছাড়াও ‘নিয়ত’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement