Delhi

দিল্লিতে তাপমাত্রার পতন জারি, শৈত্যপ্রবাহের আশঙ্কা, পাল্লা দিয়ে বাড়ছে দূষণ এবং কোভিড সংক্রমণ

সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ এবং কোভিড সংক্রমণ। সব মিলিয়ে, ত্রিমুখী ফলায় নাজেহাল রাজধানী।   

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১২:৪৪
Share:

ঠান্ডায় জবুথবু দিল্লি। ছবি: পিটিআই।

তাপমাত্রা পতনের ধারা অব্যাহত দিল্লিতে। পর পর তিন দিন জাতীয় রাজধানীতে পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল। শনিবার সকালের দিল্লির তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের তুলনায় এক ডিগ্রি বেশি হলেও, এ দিন ঠান্ডা ছিল হাড় কাঁপানো। গত ১৪ বছরের মধ্যে নভেম্বরে দিল্লিতে সবচেয়ে শীতলতম দিন ছিল শুক্রবার। আবহবিদরা বলছেন, শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে তাপমাত্রার এই পতন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ এবং কোভিড সংক্রমণ। সব মিলিয়ে, ত্রিমুখী ফলায় নাজেহাল রাজধানী।

Advertisement

সমভূমি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা তার নীচে চলে গেলে তখনই তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করা হয়। গত তিন দিন ধরে তাপমাত্রার পতন দেখে আবহবিদরা আশঙ্কা করছেন শীঘ্রই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দিল্লিতে। দিল্লির মৌসম ভবনের প্রধান কুলদীপ শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআই-কে আগেই জানিয়েছিলেন, যদি শনিবারেও তাপমাত্রার পতন জারি থাকে, তা হলে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করা হবে। আপাতত সেই পথেই এগোচ্ছে দিল্লি।

নভেম্বরের মাঝামাঝি থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে দিল্লিতে। স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে শুরু করে। পিটিআই সূত্রে খবর, দিল্লিতে তাপমাত্রা পতনের সর্বকালের রেকর্ড ১৯৩৮-এর ২৮ নভেম্বর। সে বছরে তাপমাত্রা নেমেছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে।

Advertisement

আরও পড়ুন: কোভিড ভ্যাকসিন নিয়ে আলোচনায় মোদী, কোভ্যাকসিনের ট্রায়াল শুরু ওড়িশায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement