Unnao Rape Case

উন্নাও ধর্ষণকাণ্ড: কুলদীপ সেঙ্গারকে জামিন দিল দিল্লি হাই কোর্ট, অসুস্থতার কারণে মিলল ‘ছুটি’

আদালতে বিচারপতি প্রতিভা এম সিংহের বেঞ্চ জানিয়েছে, অসুস্থতার কারণে সাময়িক ভাবে ছাড়া পাচ্ছেন কুলদীপ সেঙ্গার। কেবল মাত্র এমস দিল্লিতেই চিকিৎসা করাতে পারবেন কুলদীপ। শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০১
Share:

উন্নাওকাণ্ডে অভিযু্ক্ত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার। — ফাইল চিত্র।

ধর্ষণ-কাণ্ডে সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। নির্যাতিতার বাবাকে খুনের ঘটনাতেও অন্যতম চক্রী ছিলেন তিনি।

Advertisement

মঙ্গলবার উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে অনিচ্ছাকৃত খুনের ঘটনায় অভিযুক্ত কুলদীপের কারাদণ্ডের রায়ে স্থগিতাদেশের আবেদনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী দলের বক্তব্য জানতে চেয়েছিল দিল্লি হাই কোর্ট। পাশাপাশি, জেল কর্তৃপক্ষের কাছে কুলদীপের স্বাস্থ্য রিপোর্টও চাওয়া হয়েছিল। ওই মামলা হাই কোর্টেরই পৃথক বেঞ্চে বিচারাধীন। এ বার গণধর্ষণের মামলাতেও কুলদীপকে দুই সপ্তাহের জন্য অন্তর্বতিকালীন জামিন দিল উচ্চ আদালত। আদালতে বিচারপতি প্রতিভা এম সিংহের বেঞ্চ জানিয়েছে, অসুস্থতার কারণে সাময়িক ভাবে ছাড়া পাচ্ছেন কুলদীপ। তবে রয়েছে কিছু শর্তও। এই সময়ের মধ্যে কেবল মাত্র এমস দিল্লিতেই চিকিৎসা করাতে পারবেন কুলদীপ। পাশাপাশি, শহর ছেড়ে কোথাও যেতেও পারবেন না তিনি। এমসে কুলদীপের শারীরিক পরীক্ষা হবে। সেই রিপোর্ট আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

সম্প্রতি স্বাস্থ্যের অবনতির কথা বলে অনিচ্ছাকৃত খুনের মামলায় ১০ বছরের জেল খাটার সাজায় স্থগিতাদেশ চেয়েছিলেন কুলদীপ। মঙ্গলবার ওই মামলার শুনানিতে কুলদীপের আইনজীবী দাবি করেছিলেন, দীর্ঘ সাত বছর ধরে কারাবন্দি তাঁর মক্কেল। এই সময়ের মধ্যে তাঁর স্বাস্থ্যও ভেঙেছে। অথচ দীর্ঘ সময় ধরে উচ্চ আদালতে কুলদীপের আবেদনের মামলায় শুনানি হয়নি। এর পরেই জেল কর্তৃপক্ষের থেকে কুলদীপের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চান বিচারপতি। ওই মামলায় আগামী বছরের জানুয়ারি মাসে পরবর্তী শুনানি রয়েছে। এ বার গণধর্ষণের মামলাতেও কুলদীপকে দু’সপ্তাহের জন্য ‘মুক্তি’ দিল হাই কোর্ট।

Advertisement

গণধর্ষণকাণ্ডের পর পুলিশ হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও দোষী সাব্যস্ত হন কুলদীপ। যাবজ্জীবনের পাশাপাশি অতিরিক্ত ১০ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয় তাঁকে। একই মামলায় কুলদীপের ভাই অতুল-সহ সাত জনকে অনিচ্ছাকৃত হত্যা, অপরাধমূলক কার্যকলাপ এবং ইচ্ছাকৃত ভাবে ক্ষতিসাধন-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি, নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয় দুই অভিযুক্তকে। এ ছাড়া, সেঙ্গারের সঙ্গে ষড়যন্ত্রে শামিল থাকায়, নির্যাতিতার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করায় এবং পুলিশি হেফাজতে তাঁর উপর অত্যাচার চালানোর ঘটনায় অশোক সিংহ ভাদোরিয়া এবং কেপি সিংহ নামের দুই পুলিশকর্মীকেও ১০ বছরের সাজা দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে নির্যাতিতাকে ধর্ষণের দায়ে কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির আর এক আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement