ব্রিজভূষণ শরণ সিংহ। —ফাইল চিত্র।
বিজেপি সাংসদ এবং কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে সম্ভ্রমহানি এবং যৌন হেনস্থার ধারায় চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত। বিচারক প্রিয়ঙ্কা রাজপুত এ দিন ৬ মহিলা কুস্তিগিরের অভিযোগ খতিয়ে দেখে বলেন, ৫ জনের অভিযোগের ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় সম্ভ্রমহানি এবং ৩৫৪ক ধারায় যৌন হেনস্থার চার্জ গঠনের যথেষ্ট
রসদ রয়েছে।
কুস্তিগিরদের অভিযোগে প্রধান অভিযুক্ত হিসাবে বিজেপি সাংসদ ব্রিজভূষণের নাম ছিল। সঙ্গে ছিল কুস্তি ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমরের নামও। বিচারক অভিযোগ খতিয়ে দেখে তোমরের বিরুদ্ধেও চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। তবে দু’জনের বিরুদ্ধেই প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। কিন্তু ৫০৬(১) ধারায় অপরাধী মানসিকতার অভিযোগ চার্জশিটে রাখতে বলেছেন বিচারক। এ বারে ব্রিজভূষণকে প্রার্থী না করলেও বিজেপি তাঁর কাইজ়ারগঞ্জ আসনে দাগী এই সাংসদের ছেলে করণ সিংহকে প্রার্থী করেছে। ব্রিজ়ভূষণ বলেছেন, ‘‘আমি এ বারে প্রার্থী নই ঠিকই, কিন্তু কাইজ়ারগঞ্জে বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। গত বার ২ লক্ষ ভোটে জিতেছিলাম। এ বারে কর্মীরা ৫ লক্ষের ডাক দিয়েছে।’’
এর আগে গত বছর জুনে পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা, আক্রমণ করা এবং কুপ্রস্তাব দেওয়ার অপরাধে চার্জশিট দিয়েছিল। ১৫০০ পাতার চার্জশিটে ২২ জন অন্য কুস্তিগির, রেফারি, ফিজ়িয়োথেরাপিস্ট এবং কোচের সাক্ষ্য যোগ করেছিল পুলিশ, যাঁরা ৬ মহিলা কুস্তিগিরের অভিযোগকে সমর্থন জানিয়েছিলেন। তবে পকসো-য় অভিযোগ দায়ের করেও পুলিশ পরে তা প্রত্যাহারের আবেদন করে, কারণ এক কুস্তিগির ও তাঁর বাবা অভিযোগ করার পরে তা ফিরিয়ে নেন। কিন্তু অতিরিক্ত দায়রা বিচারক ছবি কপূর সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রেখেছেন। সংবাদ সংস্থা