Delhi Government

মমতা-স্পর্শ এ বার দিল্লিতেও, নারী দিবসেই ‘লক্ষ্মীর ভান্ডারে’ ছাড়পত্র দিল রেখা গুপ্তের বিজেপি সরকার

দিল্লির বিধানসভা নির্বাচনে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি রক্ষায় বিলম্ব হচ্ছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছিল আপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৭:৫০
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেখা গুপ্ত (ডান দিকে)। —ফাইল ছবি।

দিল্লিতেও এ বার মমতা-স্পর্শ! সেখানকার ‘লক্ষ্মীর ভান্ডারে’ অনুমোদন দিল রেখা গুপ্তের নেতৃত্বাধীন বিজেপি মন্ত্রিসভা। আন্তর্জাতিক নারী দিবসে ভোট-প্রতিশ্রুতি রক্ষা করল বিজেপি। প্রসঙ্গত, দিল্লির বিধানসভা নির্বাচনে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতিরক্ষায় বিলম্ব হচ্ছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী দল আম আদমি পার্টি (আপ)।

Advertisement

মন্ত্রিসভার বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “আজ নারী দিবস। আজ আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে দিল্লি নির্বাচনে আমরা মহিলাদের ২৫০০ টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাতে অনুমোদন দেওয়া হয়েছে।” এই প্রকল্পের ব্যয় নির্বাহের জন্য বাজেটে ৫১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন রেখা। খুব দ্রুতই উপভোক্তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

দিল্লির বিধানসভা নির্বাচনের আগে তাদের ‘সঙ্কলপত্রে’ বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়া হবে। অরবিন্দ কেজরীওয়ালের আপ-ও মাসে ২১০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের ফলে দেখা যায়, দিল্লিবাসী বিজেপির ‘সঙ্কল্পে’ই বেশি আস্থা রেখেছে। এমনকি মহিলা ভোটের সিংহভাগই গিয়েছে পদ্মশিবিরের ঝুলিতে। বিজেপি যদিও প্রতিশ্রুতি দিয়েছিল ৮ মার্চের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু সেই প্রকল্প কেন অনুমোদন পাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।

Advertisement

প্রসঙ্গত, মহিলাদের মাসিক অনুদান দেওয়ার ক্ষেত্রে কার্যত পথ দেখিয়েছিল বাংলার তৃণমূল সরকার। বাংলার লক্ষ্মীর ভান্ডারের পথ অনুসরণ করেই পরবর্তী সময়ে একাধিক বিজেপি এবং অ-বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের প্রকল্প শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement