Indian Railways

দুষ্টের দমনে মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেবে রেল, নারী দিবসের আগে জানাল বৈষ্ণবের মন্ত্রক

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর মধ্যে আরপিএফ-এই সর্বাধিক মহিলা কর্মী এবং আধিকারিক (৯ শতাংশ) রয়েছেন। ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকে মহিলা আরপিএফ কর্মীদের হাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৫:৫৯
Share:
মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়ার সিদ্ধান্ত রেলের।

মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়ার সিদ্ধান্ত রেলের। —প্রতীকী ছবি।

আন্তর্জাতিক নারী দিবসে মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা এবং দুষ্টের দমন করতেই এই সিদ্ধান্ত। শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় রেল। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতীয় রেল লিঙ্গসাম্য রক্ষায় বদ্ধপরিকর। নারীদের ক্ষমতায়ণ এবং নিরাপত্তা বৃদ্ধি করতেই এই উদ্যোগ।”

Advertisement

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী (সিএপিএফ)-র মধ্যে আরপিএফ-এই সর্বাধিক মহিলা কর্মী এবং আধিকারিক (৯ শতাংশ) রয়েছেন। মূলত শিশু এবং ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকে মহিলা আরপিএফ কর্মীদের হাতে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বহু সময় নির্জন স্টেশনে কিংবা চলন্ত ট্রেনে কোনও অপরাধের ঘটনা ঘটলে তড়িঘড়ি অপরাধীদের ধরতে কোনও পদক্ষেপ করা যায় না। সে ক্ষেত্রে আপৎকালীন পরিস্থিতিতে মুশকিল আসান হতে পারে লঙ্কার গুঁড়ো।

এই প্রসঙ্গে আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) মনোজ যাদব বলেন, ‘‘প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়ণ চান। এই উদ্যোগ তাঁর সেই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই করা হয়েছে।” তাঁর সংযোজন, “আমাদের মহিলা আরপিএফ কর্মীরা শক্তি, যত্ন এবং সহনশীলতার প্রতীক। তাঁদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দিয়ে আমরা মহিলা আরপিএফ কর্মীদের মনোবল, শক্তি বৃদ্ধি করতে চাই। মহিলাদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার পায়।” মনোজ জানান, মহিলাদের নিরাপত্তা দেওয়া ছাড়াও কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা অসুবিধায় পড়লে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন মহিলা আরপিএফ কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement