IPL 2025

ছক্কা দিয়ে শুরু, ব‍্যাট আছড়ে শেষ কোহলির! আইপিএলে জমে গেল বিরাট-বুমরাহ লড়াই

প্রত্যাবর্তনের ম্যাচে বুমরাহের বিপক্ষে ছিলেন কোহলি। যে ব্যাটারের উইকেট নিয়েই আইপিএল শুরু করেছিলেন বুমরাহ। সেই কোহলি বনাম বুমরাহ লড়াই দেখা গেল সোমবার ওয়াংখেড়েতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২৩:২০
Share:
Virat Kohli and Jasprit Bumrah

বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

৯২ দিন পর চোট সারিয়ে মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর বিপক্ষে ছিলেন বিরাট কোহলি। যে ব্যাটারের উইকেট নিয়েই আইপিএল শুরু করেছিলেন বুমরাহ, সেই কোহলি বনাম বুমরাহ লড়াই দেখা গেল সোমবার ওয়াংখেড়েতে।

Advertisement

২০১৩ সালে প্রথম বার আইপিএল খেলতে নেমেছিলেন বুমরাহ। কোটিপতি লিগে তাঁর প্রথম উইকেটটি ছিল কোহলির। প্রত্যাবর্তনের ম্যাচ যদিও বুমরাহের দ্বিতীয় বলেই ছক্কা মারেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে ১৬ বার মুখোমুখি হয়েছেন তাঁরা। এর মধ্যে কোহলিকে পাঁচ বার আউট করেছেন বুমরাহ। যদিও ভারতীয় পেসারের বলে কোহলির স্ট্রাইক রেট ১৪৭.৩৬।

মাঠে যদিও শুধু কোহলি এবং বুমরাহের লড়াই নয়, বন্ধুত্বও দেখা গেল। ১১তম ওভারে বল করছিলেন বুমরাহ। সেই সময় একটি রক্ষণাত্মক শট খেলেছিলেন রজত পাটীদার। বল তুলে সঙ্গে সঙ্গে উল্টো দিকে থাকা কোহলির দিকের উইকেটে ছোড়ার ভান করেন বুমরাহ। যে ঘটনার পর দু’জনকে দেখা যায় হাসতে হাসতে একে অপরের কাঁধে ধাক্কা দিতে।

Advertisement

ম্যাচে ৪২ বলে ৬৭ রান করেন কোহলি। ২৯ বলে করেন অর্ধশতরান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে ১৩ হাজার রানের গণ্ডিও পার করেছেন তিনি।

কোহলিকে আউট করেন হার্দিক পাণ্ড্য। তাঁর বলে মারা একটি শট ঠিক মতো ব্যাটে লাগেনি। বল চলে যায় নমন ধীরের হাতে। বিরক্তি চেপে রাখতে পারেননি কোহলি। সাজঘরে ফেরার সময় আছাড় মারেন ব্যাট এবং ছুড়ে ফেলেন গ্লাভস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement