দিল্লির সরকারি বাসের চালক এবং কন্ডাকটরদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
নির্দিষ্ট স্টপে কোনও মহিলাকে অপেক্ষা করতে দেখলে অবশ্যই বাস থামাতে হবে। মহিলাকে অপেক্ষা করতে দেখেও বাস বেরিয়ে গেলে সাসপেন্ড করা হবে ওই বাসের চালক এবং কন্ডাকটরকে। দিল্লির সমস্ত সরকারি বাসের জন্য এই নিয়ম কার্যকর হচ্ছে। এ কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।
দিল্লির কোনও মহিলা এমন পরিস্থিতির সম্মুখীন হলে মোবাইলে ওই বাসের ছবি তুলে রাখার পরামর্শ দিয়েছেন আতিশী। তার পর সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করার কথা জানিয়েছেন তিনি। আতিশী আশ্বস্ত করেছেন, এই ধরনের কোনও ঘটনা নজরে আসলে সঙ্গে সঙ্গে বাসের চালক এবং কন্ডাকটরের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
বস্তুত, দিল্লিতে বর্তমানে মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া হয়। ২০১৯ সালের অক্টোবরে এই সুবিধা চালু করে আম আদমি পার্টির সরকার। বিনামূল্যে বাস পরিষেবা নিতে ইচ্ছুক মহিলাদের জন্য গোলাপি রঙের একটি বিশেষ টিকিট দেওয়া হয়। ওই টিকিটের মাধ্যমে তাঁরা বিনা খরচে সরকারি বাসে যাতায়াত করতে পারেন।
তবে সম্প্রতি দিল্লির বিভিন্ন প্রান্তে মহিলা যাত্রীরা বাসে ওঠার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ উঠেছে। বাস থামার জন্য নির্ধারিত জায়গায় যদি শুধুমাত্র মহিলাদের অপেক্ষা করতে দেখা যায়, সে ক্ষেত্রে নাকি বাস না থামিয়েই চলে যান চালকেরা। দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের কিছু অভিযোগ সম্প্রতি তাঁরও নজরে এসেছে।
সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে মহিলাদের এই ধরনের অসন্তোষ শুরুতেই প্রশমিত করতে উদ্যোগী আম আদমি পার্টির সরকার। তাই এই ধরনের ঘটনা বন্ধ করতে এ বার বাসচালক এবং কন্ডাক্টরদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি। মহিলাদের দেখার পরেও বাস না থামানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চালক এবং কন্ডাকটরকে সাসপেন্ড করবে দিল্লি সরকার। এই মর্মে একটি সরকারি নির্দেশিকাও জারি হয়েছে বলে জানান আতিশী।
তবে এ ক্ষেত্রে সরকারের তরফে নজরদারি কী ভাবে চালানো হবে, তা স্পষ্ট নয়। আতিশী মহিলাদের পরামর্শ দিয়েছেন ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করার জন্য। কিন্তু যাঁদের কাছে স্মার্টফোন নেই কিংবা যাঁরা সমাজমাধ্যমের ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল নন, তাঁদের জন্য কী ব্যবস্থা রাখছে প্রশাসন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।