কুয়াশায় ঢেকেছে দিল্লি। —ফাইল চিত্র।
বৃষ্টিতে ভিজে দিল্লি ও সংলগ্ন এলাকা গত কয়েক দিন ধরে জবুথবু ছিল। ঝাপটা কমতেই এ বার দিল্লি-সহ উত্তর ভারতে জাঁকিয়ে শীত পড়বে বলে মনে করছে জাতীয় আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আবহাওয়া দ্রুত বদলাবে। উত্তর ভারতে ৩-৪ ডিগ্রি তাপমাত্রার পতন ঘটবে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে দিল্লি-সহ সংলগ্ন এলাকা। এই আবহাওয়া চলবে নতুন
বছরের শুরুতেও।
আবহাওয়া দফতরের মতে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, রাজস্থানে আগামী তিন দিন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে। আপাতত তাপমাত্রা ওখানেই থিতু হবে। উত্তরপ্রদেশে ৪-৬ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতে গড় তাপমাত্রা কমতে পারে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ভারতে আগামী তিন দিনে ৩-৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রেও ঠান্ডা পড়বে। সেখানে আগামী ৫ দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।
দিল্লি-সহ উত্তর ভারতে ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে মনে করা হচ্ছে। সঙ্গে চলবে শৈত্যপ্রবাহ। ওই সময়ে উত্তরপ্রদেশ ও হিমাচলপ্রদেশে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার ঘন চাদরে ঢাকা থাকবে উত্তর-পূর্বাঞ্চলের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম, ত্রিপুরাও। সংবাদ সংস্থা