Congress

এই নিয়ে ১০ বার, ফের স্থগিত কংগ্রেসের শীর্ষ পদে নির্বাচন, অন্দরে বাড়ছে অস্বস্তি

সোমবার বৈঠকে সিদ্ধান্ত হয়, কোভিড পরিস্থিতির জন্য আপাতত স্থগিত রাখা হবে কংগ্রেসের শীর্ষ পদের নির্বাচন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৭:০৯
Share:

সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী পিটিআই

সাম্প্রতিক কালে একের পর এক নির্বাচনে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতেও ফের দলের সভাপতি পদের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল হাত শিবির। সোমবার বৈঠকে বসেছিল কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। সেখানে সিদ্ধান্ত হয়, কোভিড পরিস্থিতির জন্য আপাতত স্থগিত রাখা হবে কংগ্রেসের শীর্ষ পদের নির্বাচন।

Advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর দলের শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গাঁধী। তার পর থেকে অন্তর্বর্তী সভাপতি হিসেবে সেই দায়িত্ব পালন করে আসছেন সনিয়া গাঁধী। এই নিয়ে ১০ বার দলের সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, সোমবার বৈঠকে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৭ জুন এবং দলের নির্বাচন আগামী ২৩ জুন রাখার কথা ভাবা হচ্ছে।

Advertisement

সম্প্রতি বিহার নির্বাচনে হারের পর থেকে দলে সাংগঠনিক সংস্কারের দাবি তুলে শীর্ষ নেতৃত্বকে আত্মসমীক্ষার পরামর্শ দিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল, পি চিদম্বরম-রা। এ বার বাংলা, অসম, কেরল, পুদুচেরিতে হারতে হয়েছে দলকে। সোংবারের বৈঠকে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সনিয়া। নতুন করে দলকে সঙ্ঘবদ্ধ করার ডাক দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement