(বাঁ দিকে) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন (ডান দিকে)। ছবি: এক্স।
আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে লাওস সফরে গিয়েছেন রাজনাথ সিংহ। সেখানে সম্মেলনের ফাঁকে চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সাউথ ব্লকের একটি সূত্র জানাচ্ছে, গলওয়ানের ঘটনার পুনরাবৃ্ত্তি যাতে না হয়, চিনের প্রতিরক্ষামন্ত্রীকে সে কথাই জানিয়েছেন রাজনাথ। সীমান্তে যে কোনও ধরনের সংঘর্ষের পরিস্থিতি এড়াতে চিনা প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন রাজনাথ। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে হওয়া এই বৈঠকের কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর দফতর।
২০২০ সালে লাদাখের গলওয়ান সীমান্তে ভারতের সঙ্গে চিনের সামরিক বাহিনীর সংঘর্ষের জেরে বহু সেনার প্রাণ গিয়েছিল। তার পর থেকে প্রায় সাড়ে চার বছর চিনের সঙ্গে দ্বিপাক্ষিক টানাপড়েন চলেছে ভারতের। কূটনৈতিক ও সামরিক পর্যায়ের দীর্ঘ বৈঠক ও আলোচনার পরে গত কয়েক মাসে সেই জটিলতা কিছুটা কেটেছে। পূর্ব লাদাখের ডেপসাং এবং ডেমচক এলাকা থেকে পুরোপুরি সেনা সরানোর প্রক্রিয়া সদ্য গত মাসে শেষ করেছে দু’পক্ষ। ভারত-চিন সীমান্ত লাগোয়া এলাকায় যে রুটিন টহলদারি গত প্রায় সাড়ে চার বছর বন্ধ ছিল, তা-ও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজনাথের সঙ্গে ডংয়ের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেজিং অবশ্য এই বৈঠক নিয়ে মুখ খোলেনি।