kathua

প্রতিশোধ নেবেই ভারত! কাঠুয়ায় সন্ত্রাস হামলায় সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবের

সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার মাছেড়িতে ভারতীয় সেনার একটি টহলদার দলের উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এক জুনিয়র কমিশনড অফিসার-সহ পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৯:৫৪
Share:

কাঠুয়ায় এই টহলদার ট্রাকেই সোমবার হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ছবি: সংগৃহীত।

কাঠুয়ায় সন্ত্রাস হামলায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যুর পর পাল্টা হুঙ্কার দিল কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে মঙ্গলবার বললেন, ‘‘এর প্রতিশোধ নিয়েই ছাড়বে ভারত। পাঁচ সেনার বলিদান বৃথা যাবে না।’’

Advertisement

সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার মাছেড়িতে ভারতীয় সেনার একটি টহলদার দলের উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেনাবাহিনীর একটি ট্রাকে জনা দশেক সেনা জওয়ান এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন। তাঁদের উপরেই গ্রেনেড হামলা করা হয়। চালানো হয় গুলিও। ওই হামলায় এক জুনিয়র কমিশনড অফিসার-সহ পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়। জখম হন বাকিরাও। পরে ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন কাশ্মীর টাইগার।

সেনা সূত্রে জানা গিয়েছিল, ওই হামলার পরই জঙ্গলে গা ঢাকা দিয়েছিল সন্ত্রাসবাদীরা। মঙ্গলবার ওই হামলা প্রসঙ্গেই সন্ত্রাসবাদীদের উদ্দেশে কড়া বার্তা দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব। তিনি বলেন, ‘‘নিহত সেনা জওয়ানদের দেশসেবার কথা দেশবাসী স্মরণে রাখবে। ওঁদের বলিদান বৃথা যেতে দেওয়া হবে না। এর প্রতিশোধ নেবে ভারত। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের উচিত শিক্ষা দেবে।’’

Advertisement

সোমবার ওই হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করে সন্ত্রাসবাদী বিরোধী অভিযানের কথা বলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। তিনি বলেছিলেন, ‘‘সন্ত্রাসবাদী দমন অভিযান চলছে। আমাদের সেনারা ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement