Death while dancing

নাচতেই নাচতেই বন্ধ হল হৃদ্‌স্পন্দন! মৃত্যুর কোলে লুটিয়ে পড়লেন যুবক, প্রকাশ্যে ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম অভয় সাচান। তিনি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। আত্মীয়ের বিয়েবাড়িতে যোগ দিতে সপরিবার রেওয়া এসেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৮:২৬
Share:

মৃত যুবকের নাম অভয় সাচান। তিনি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠান। গানের তালে উদ্দাম নাচ করছিলেন ৩২ বছর বয়সি যুবক। নাচতে নাচতে হঠাৎই বুক চেপে ধরে মাটিতে শুয়ে প়ড়েন তিনি। আর চোখ খোলা হল না। জীবনে শেষ বারের মতো নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। নাচার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই যুবকের।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম অভয় সাচান। তিনি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। আত্মীয়ের বিয়েবাড়িতে যোগ দিতে সপরিবার রেওয়া এসেছিলেন তিনি।

অভয়ের মৃত্যুর আগের মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়েতে গানের তালে সদলবলে নাচছেন অভয়। হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অভয়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement