বিস্ফোরণে পুড়ে যাওয়া ট্রাক সরানো হচ্ছে হাইওয়ে থেকে। ফাইল চিত্র।
রাজস্থানের জয়পুরে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার আরও এক জনের মৃত্যু হল। ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। বুধবারে দু’জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ জন। তাঁদের মধ্যে তিন জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সওয়াই মান সিংহ হাসপাতালে লালারাম নামে এক যুবকের মৃত্যু হয়। তাঁর শরীরের ৬০ শতাংশ ঝলসে গিয়েছিল। বন্ধু রামাবতার জানিয়েছেন, লালারাম একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। দুর্ঘটনার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন। তখনই বিস্ফোরণের শিকার হন তিনি।
রামাবতার বলেন, ‘‘দুর্ঘটনার দিন সকালের শিফ্টে কাজ ছিল লালারামের। সাঙ্গানেরের বাসিন্দা তিনি। কিছু দিন আগেই আগরা হাইওয়ের ধারে কানোটা এলাকায় থাকা শুরু করেন। লালারাম অবিবাহিত।’’ ২০ ডিসেম্বর জয়পুর-অজমের হাইওয়েতে একটি এলপিজি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের ধাক্কায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ওই দিনই ঝলসে মৃত্যু হয়েছিল ১১ জনের। আহত হয়েছিলেন অনেকে।