Mid Day Meal

Lizard in Mid-day meal: খাবারে টিকটিকি! মিড ডে মিল খেয়ে অসুস্থ ৮০ পড়ুয়া

সম্প্রতি তামিলনাড়ুর স্কুলে পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল। ডিমের মধ্যে পোকার ছবি ছড়িয়ে পড়ে। এ বার মিড ডে মিলের খাবারে মিলল টিকটিকি!

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১২:৫৮
Share:

ফাইল ছবি

কখনও শুকনো রুটির সঙ্গে স্রেফ নুন, আবার কখনও দলিতের হাতের রান্না খেতে অস্বীকার— মিড ডে মিলের খাবার নিয়ে বিতর্ক নতুন নয়। এ বার সম্ভবত সব কিছুকে ছাপিয়ে গেল কর্নাটকের স্কুল। মিড ডে মিলের খাবারে মিলল টিকটিকি। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৮০ পড়ুয়া। ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে দক্ষিণের রাজ্যে।

জানা গিয়েছে, কর্নাটকের হাভেরি জেলার ভেঙ্কটপুরা টান্ডা গ্রামের সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছিল। পংক্তি ভোজনে এক ধার থেকে খাবার দেওয়া চলছিল। এমন সময় এক পড়ুয়ার পাতে পড়ে টিকটিকির দেহাংশ। দেখেই চমকে ওঠে সকলে। ইতিমধ্যেই পংক্তির শুরুর দিকের পড়ুয়াদের খাওয়া মাঝপথে। খাবারে টিকিটিকি মেলার কথা শুনে সবাই খাওয়া ছেড়ে উঠে পড়ে। এরই মধ্যে বমি করতে শুরু করে বেশ কয়েক জন প়ডুয়া। হুলুস্থুল পড়ে যায় সরকারি স্কুল চত্বরে।

Advertisement

দ্রুত পংক্তি ভোজনে বসা ৮০ জন পড়য়াকে নিকটবর্তী রানিবেন্নুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর সকল পড়ুয়াকেই ছেড়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কী ভাবে রান্নায় টিকিটিকি এল তা এখনও স্পষ্ট নয়।

ক’দিন আগেই তামিলনাড়ুর সরকারি স্কুলে পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ডিমের মধ্যে পোকার ছবি ছড়িয়ে পড়ে। এ বার কর্নাটকে মিড ডে মিলের খাবারে মিলল টিকিটিকি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement