Death

Delhi death: রেফ্রিজারেটারে চেপেচুপে ঢোকানো মৃতদেহ! দিল্লিতে রহস্য

দিল্লির সিলামপুরের গৌতমপুরী এলাকায় রেফ্রিজারেটার থেকে মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম জাকির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ০৮:১৩
Share:

প্রতীকী ছবি।

দিল্লির সিলামপুরের গৌতমপুরী এলাকায় রেফ্রিজারেটারে ভরা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার এই মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম জাকির। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। পরিবারের বাকি সদস্যরা তাঁর থেকে আলাদা থাকতেন। ইতিমধ্যেই সন্দেহভাজনদের তালিকা তৈরি করে তদন্ত শুরু করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ব্যক্তির এক আত্মীয় পুলিশকে ফোন করে বিষয়টি জানান। দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিকে ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরছিলেন না। তাই বাধ্য হয়ে তিনি ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান। গৌতমপুরীর ওই বাড়িতে পৌঁছে তিনি ওই ব্যক্তির দেহ রেফ্রিজারেটরের মধ্যে দেখতে পান। এর পরই পুরো ঘটনা পুলিশকে সবিস্তার ওই আত্মীয় জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেফ্রিজারেটর থেকে মৃতদেহটি উদ্ধার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement