Murder

Dalit Murder: ‘ছেলেকে শিক্ষা দাও, না হলে ওর মুন্ডু কেটে তোমাকে দেব!’ ভিন্‌ ধর্মে প্রেম, খুন দলিত যুবক

বিজয় কালাবুর্গির ওয়াদিটাউনের ভীমা নগরের বাসিন্দা ছিলেন তিনি। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৪:৫২
Share:

নিহত যুবক বিজয় কাম্বলে। ছবি: টুইটার।

ভিন্‌ ধর্মে প্রেম! মাশুল হিসেবে প্রাণ দিতে হল দলিত যুবককে। কর্নাটকের কালাবুর্গি জেলায় এই ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম বিজয় কাম্বলে (২৫)। বিজয় কালাবুর্গির ওয়াদিটাউনের ভীমা নগরের বাসিন্দা ছিলেন তিনি। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মেয়েটির পরিবার ছেলেটির সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি। কালাবুর্গির পুলিশ সুপার ঈশা পন্থ বলেন, ‘‘ধৃত দু’জনের নাম সাহুউদ্দিন এবং নওয়াজ। মেয়েটির পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

Advertisement

ইন্ডিয়া টুডেকে বিজয়ের মা বলেন, ‘‘ওর বান্ধবীর ভাই বিজয়কে অনেক বার হুমকি দিয়েছে। বিজয়ের কাছে একটি ফোন আসে। তার পরই বাড়ি থেকে বেরিয়ে যায় ও। আমি বুঝতে পারিনি, ও কার সঙ্গে কথা বলছিল। এর পর ওর সঙ্গে অনেক ক্ষণ যোগাযোগ করতে পারিনি। এর কিছু পরে হঠাৎ একটা ফোন পাই। তাতে বলা হয়, ওকে মারা হয়েছে। আমি ছুটে যাই। গিয়ে দেখি, ওকে ছুরি মারা হয়েছে। মাথাতেও আঘাত রয়েছে।’’

বিজয়ের মা বলেন, ‘‘এর আগে ওর সঙ্গে কারও কখনও ঝামেলা হয়নি। ওর বান্ধবীর ভাই এক বার আমাদের বাড়ি এসে আমাকে বলেছিল, ‘তোমার ছেলেকে ভাল করে শিক্ষা দাও। না হলে আমরা ওর মুন্ডু কেটে তোমার হাতে দিয়ে যাব।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement