মন্দিরে যাওয়ার ‘অপরাধে’ দলিত যুবককে মারধর করার অভিযোগ। প্রতীকী ছবি।
দলিত হয়েও মন্দিরে গিয়েছিলেন ২২ বছরের যুবক। সেই ‘অপরাধে’ তাঁকে মন্দিরের ভিতরেই বেঁধে মারধর করার অভিযোগ উঠল ৫ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সালরা গ্রামে। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে গ্রামে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশকে দেওয়া অভিযোগপত্রে আয়ুষ নামের ওই যুবক জানিয়েছেন, গত ৯ জানুয়ারি সন্ধে ৭টা নাগাদ তিনি গ্রামেরই কানওয়াল মন্দিরে গিয়েছিলেন। তাঁকে মন্দিরে দেখে কিছু যুবক উত্তেজিত হয়ে প্রশ্ন করেন, কেন তিনি মন্দিরে এসেছেন। তাঁর অভিযোগ, উত্তর দেওয়ার আগেই তাঁকে মারধর করতে শুরু করেন ওই যুবকরা। তাঁকে মন্দিরেরই এক জায়গায় বেঁধে লাঠি এবং জ্বলন্ত কাঠ দিয়ে সারা রাত ধরে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের চোটে জ্ঞান হারান ওই যুবক।
তাঁর দাবি, পরের দিন সকালে নগ্ন অবস্থায় নিজেকে আবিষ্কার করেন তিনি। তার পর কোনও ক্রমে পালিয়ে আসেন। তাঁর আরও দাবি, নিচু জাতের মানুষ বলেই মন্দিরে ঢোকার দায়ে তাঁকে মারধর করা হয়েছে। যদিও এর মধ্যে জাতপাতের সমীকরণ আছে কি না, তা নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। তাঁরা জানিয়েছে, তদন্তের পরেই এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে।
উত্তরকাশীর পুলিশ সুপার এ প্রসঙ্গে জানিয়েছেন, আক্রান্ত যুবকের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের সন্ধান শুরু করেছে পুলিশ। এ বিষয়ে তদন্তও চলছে। আক্রান্ত যুবক পুলিশকে তাঁর শরীরের নানা জায়গার ক্ষতস্থান দেখিয়েছেন।