Dalit

ক্ষেতে ঢুকে গিয়েছিল পোষ্য ছাগল! দলিত বৃদ্ধাকে মারধর, জাত তুলে গালিগালাজের অভিযোগ

ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলাকে বেধড়ক মারধর করছেন ক্ষেতের মালিক। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৮:৫১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্ষেতে ঢুকে গিয়েছিল ছাগল! সে কারণে এক দলিত বৃদ্ধাকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ। আরও অভিযোগ, জাত তুলে গালিগালাজ করা হয়েছে তাঁকে। ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের।

Advertisement

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইন অবশ্য সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলাকে বেধড়ক মারধর করছেন ক্ষেতের মালিক। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে। দলিতদের অধিকার রক্ষার জন্য যে সব সংগঠন রয়েছে, সেগুলিও সরব হয়েছে।

গত ফেব্রুয়ারিতে গুজরাতের গান্ধীনগরে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার জন্য এক দলিত যুবককে মারধরের অভিযোগ ওঠে। প্রায় ১০০ জন বরযাত্রীর সঙ্গে ঘোড়ায় চেপে কনের বাড়ি যাচ্ছিলেন বর। তখন বাইকে চেপে এসে তাঁর পথ আটকে দাঁড়ান এক যুবক। অভিযোগ, বরকে গালে চড় মেরে ঘোড়া থেকে টেনে নামানো হয়। তাঁকে জাত তুলে গালিগালাজ করা হয়। বাইক আরোহী যুবক জানান, তাঁর সম্প্রদায়ের সদস্য ছাড়া অন্য কারও ঘোড়ায় চড়ার অধিকার নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement