Covid

Covid bulletin: দৈনিক আক্রান্তের সংখ্যায় সামান্য বৃদ্ধি, বাড়ল দৈনিক সংক্রমণের হারও

মঙ্গলবারের তুলনায় মৃতের সংখ্যায় বৃদ্ধি দেখা গিয়েছে সামান্য। কেরলে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১২:০০
Share:

সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৪৯৯ টিকাকরণ হয়েছে ফাইল চিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮ জন। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যায় সামান্য বৃদ্ধি দেখা গিয়েছে। মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৬ জন।

বুধবার দৈনিক সংক্রমণের হার ০.২৫ শতাংশ। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৪৯৯ টিকাকরণ হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫ লক্ষ ৫ হাজার ৩৩২ জন মানুষ টিকা নিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সামান্যই বেড়েছে। বুধবার ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা ১৯ জন এবং মহারাষ্ট্রে ৪ জন।

সক্রিয় রোগীর সংখ্যা ১০ হাজার ৮৭০ জন। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। এই রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ২৯৮ জন। এর পরে রয়েছে দিল্লি (২০২), হরিয়ানা (১৪৯) এবং মহারাষ্ট্র (১১৩)। দৈনিক সুস্থতার হারে খুব একটা হেরফের হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement