বালেশ্বরে ইয়াস-এর তাণ্ডব ছবি: পিটিআই
ওড়িশার সীমান্ত পেরচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। বৃহস্পতিবার পৌঁছবে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে বুধবার দুপুর পর্যন্ত ভারি বৃষ্টি হবে বলে জানালেন,আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
ওড়িশার ভদ্রক জেলার ধামড়ায় লোকালয়ে ঢুকে পড়ল বন্যার জল।
ওড়িশার ত্রাণ কমিশনার জানালেন, স্থলভাগে ইয়াস-এর হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার। তবে বালেশ্বর থেকে ময়ূরভঞ্জে ইয়াস ঢুকবে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে। তারপর ধীরে ধীরে কমবে ঝড়ের গতিবেগ।
ওড়িশা প্রশাসন জানাল, বালেশ্বর থেকে ময়ুরভঞ্জের দিকে যাবে ইয়াস। তবে বিকেল পর্যন্ত বালেশ্বরের উপরেই অবস্থান করবে এই ঘূর্ণিঝড়।
আবহাওয়া দফতর জানাল, আছড়ে পড়ার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে ৩-৪ ঘণ্টা লাগবে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা জানালেন, দুপুর ১টা নাগাদ ঘূর্ণিঝড়ের লেজের অংশটিও পুরোপুরি ঢুকে পড়বে বালেশ্বরে।