Manipur

অশান্ত মণিপুর, হিংসা মোকাবিলায় কার্ফু জারি তিন জেলায়, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন

মণিপুরের আইনশৃঙ্খলা সামলাতে গিয়ে ঘুম উড়েছে নিরাপত্তা বাহিনীর। সেপ্টেম্বর মাসে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা ও তার পরবর্তী সময়ে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে সেই রাজ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪২
Share:

মণিপুরে নিরাপত্তা বাহিনীর টহলদারি। —ফাইল চিত্র।

উদ্ভূত পরিস্থিতিতে মণিপুরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার দুপুর ৩টে থেকে আগামী পাঁচ দিনের জন্য (১৫ সেপ্টেম্বর দুপুর ৩টে পর্যন্ত) গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে মণিপুর সরকার। অশান্তির আবহে সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছিল বলে নির্দেশিকায় জানিয়েছে সরকার।

Advertisement

পাশাপাশি তিন জেলায় কার্ফু জারি করেছে প্রশাসন। সেপ্টেম্বর মাসের শুরু থেকে একের পর এক যে ঘটনা ঘটেছে, তাতে অশান্তি থামাতে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় জারি করা হয়েছে কার্ফু। এর আগে ইম্ফল পূর্ব ও পশ্চিমের জেলাশাসক ভোর ৫টা থেকে বেলা ১০টা পর্যন্ত কার্ফু শিথিল করার কথা জানিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বেলা ১১টা থেকে পূর্ববর্তী নির্দেশিকা বাতিল করা হয়েছে। নতুন এক নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছেন দুই জেলার জেলাশাসক।

দুই জেলাতেই মঙ্গলবার বেলা ১১টা থেকে সম্পূর্ণ কার্ফু ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিষেবাকে কার্ফুর আওতার বাইরে রাখা হয়েছে। থৌবল জেলাতেও রবিবার থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারা অনুযায়ী কার্ফু জারি হয়েছে। পাঁচ জন বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে জেলায়।

Advertisement

সেপ্টেম্বর মাসে নতুন করে তপ্ত হয়েছে মণিপুরের পরিস্থিতি। ঘুম উড়েছে নিরাপত্তা বাহিনীর। কখনও ড্রোন হামলা, কখনও ক্ষেপণাস্ত্র হামলা, কখনও পুলিশের অস্ত্রাগার লুটের চেষ্টা। সাম্প্রতিক এই ঘটনাগুলিতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। হিংসায় জখম হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ। সোমবারই এক অবসরপ্রাপ্ত জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। দু’দিন আগেই তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ইম্ফল পশ্চিম ও কাঙ্গপোকপি জেলার সীমানাবর্তী অঞ্চল থেকে ওই অবসরপ্রাপ্ত জওয়ানের দেহ পাওয়া গিয়েছে।

মণিপুরের উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নেমেছে পড়ুয়ারা। সোমবার ইম্ফলের রাস্তায় স্কুলের পোশাক গায়ে প্রচুর ছাত্রছাত্রী ভিড় করেছিল। হিংসার বিরুদ্ধে ও স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছিল পড়়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement