Marriages

Marriage: দাদার দায়িত্ব পালন সিআরপিএফ জওয়ানদের, শহিদ সহকর্মীর বোনকে বিয়ে দিলেন ধুমধাম করে

২০২০-তে শহিদ হয়েছেন সিআরপিএফ জওয়ান শৈলেন্দ্র প্রতাপ সিংহ। শৈলেন্দ্রর স্বপ্ন ছিল খুব ধুমধাম করে বোনের বিয়ে দেবেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:২০
Share:

শৈলেন্দ্রর বোনের বিয়েতে হাজির সিআরপিএফ জওয়ানরা। ছবি সৌজন্য টুইটার।

বোন যাতে দাদার অভাব বোধ না করে, পরিবারের পাশে দাঁড়িয়ে শহিদ সহকর্মীর বোনকে ধুমধাম করে বিয়ে দিলেন সিআরপিএফ জওয়ানরা। ঘটনাটি উত্তরপ্রদেশের রায়বরেলির।

২০২০-তে শহিদ হয়েছেন সিআরপিএফ জওয়ান শৈলেন্দ্র প্রতাপ সিংহ। তাঁর এক বোন রয়েছে। শৈলেন্দ্রর স্বপ্ন ছিল খুব ধুমধাম করে বোনের বিয়ে দেবেন। কিন্তু তার আগেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি। তবে তাঁর স্বপ্ন সাকার করতে দাদার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শৈলেন্দ্রর সহকর্মীরা। দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টি তো ছিলই, বোনকে বিয়ে দেওয়ার দায়িত্ব পালনেও কোনও রকম ত্রুটি রাখেননি তাঁরা।

Advertisement

সম্প্রতি শৈলন্দ্রর বোনের বিয়ে হয়েছে। বিয়ের যাবতীয় আয়োজন থেকে শুরু করে বোনকে ছাদনাতলায় নিয়ে যাওয়া, এমনকি বোনের বিদায় দেওয়া— সবই দাঁড়িয়ে থেকে করেছেন জওয়ানরা।

গত সোমবারই বিয়েতে সকলকে চমকে দিয়ে হাজির হয়েছিলেন শৈলেন্দ্রর সহকর্মীরা। তাঁদের দেখে শৈলেন্দ্রর পরিবারের সদস্য থেকে অতিথি অভ্যাগতরা আবেগতাড়িত হয়ে পড়েন। সিআরপিএফের এক আধিকারিকের কথায়, “জওয়ানরা এক জন দাদার কর্তব্য পালন করল। শৈলেন্দ্রর অভাব যাতে তাঁর বোন এবং পরিবারের সদস্যরা অনুভব না করেন তাই তাঁদের পাশে দাঁড়িয়েছি আমরা।”

Advertisement

বিয়ের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সেনার পোশাকে বোনকে ছাদনাতলায় নিয়ে যাচ্ছেন জওয়ানরা। বিয়ের রীতিনীতিও পালন করেন তাঁরা। শৈলেন্দ্রর বাবা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছেলে এই দুনিয়ায় আর নেই ঠিকই, কিন্তু আমার এখন অনেক ছেলে। ওরা সুখ দুঃখে সব সময় আমাদের পাশে থেকেছে।”

সিআরপিএফ জওয়ানদের এই কাজকে কুর্নিশ এবং সেলাম জানাচ্ছে নেটদুনিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement