পুলওয়ামায় জঙ্গি হামলার পর। —ফাইল চিত্র।
কাল এক বছর হচ্ছে পুলওয়ামা হামলার। সিআরপি-র কনভয়ে ওই হামলায় মারা যান ৪০ জন আধাসেনা। জঙ্গি আদিল দারের ওই হামলার পর বদলে গিয়েছে অনেক কিছুই। প্রত্যাঘাতে পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় ভারত। অভিযানের পর পরই লোকসভা নির্বাচনে জাতীয়তাবাদের হাওয়ায় বিপুল ভোটে জিতে এসেছিলেন নরেন্দ্র মোদীর দল বিজেপি। তার পর
কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে সরকার। কিন্তু এক বছর কেটে যাওয়ার পরেও অভিযোগ উঠেছে, নিহত জওয়ানদের পরিবারের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি।
সেই অভিযোগ অবশ্য আজ খারিজ করে দিয়েছেন সিআরপি কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে বলা হয়েছে, এক জন বাদে বাকি সব নিহত জওয়ানের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়েছে। পেনশনও পাচ্ছেন পরিবারের সদস্যরা। সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি উৎস থেকে সংগৃহীত অর্থও নিহতদের পরিবার পেয়ে গিয়েছে। সিআরপি-র তরফে জানানো হয়েছে, কেবল এক জন নিহত জওয়ানের পরিবারই এখনও ক্ষতিপূরণের অর্থ পাননি। কারণ
তাঁর উত্তরাধিকার নিয়ে আদালতে মামলা চলছে।