Sasaram

বিহারে খালে ভাসছে তাড়া তাড়া ১০০ টাকার নোট! টাকা নিতে ব্যাপক হুড়োহুড়ি স্থানীয়দের মধ্যে

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে খালের জলে টাকা ভাসতে দেখে চমকে যান। সঙ্গে সঙ্গে খালে নেমে টাকা পকেটে ভরতে শুরু করেন। দেখতে দেখতে বহু মানুষ খালের জলে নেমে টাকা কুড়োতে শুরু করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ২২:৫৭
Share:

বিহারের সাসারামে খালে ভাসছে টাকা! ভিডিয়ো থেকে নেওয়া।

বিহারের সাসারামে অবাক কাণ্ড! একটি খালে আচমকাই তাড়া তাড়া নোট ভেসে আসতে দেখেন স্থানীয়রা। কালো জলে দলবেধে নেমে চলে নোট কাড়াকাড়ি। খবর পেয়ে খালের ধারে এসে পৌঁছয় পুলিশ। লাঠি চালিয়ে জনতাকে ভাগিয়ে দেওয়া হয়। কিন্তু টাকা এল কোথা থেকে? এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে তারা খালের জলে টাকা ভাসতে দেখে চমকে যান। সঙ্গে সঙ্গে খালে নেমে টাকা পকেটে ভরতে শুরু করেন। দেখতে দেখতেই বহু মানুষ খালের জলে নেমে টাকা কুড়োতে শুরু করেন। পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে, পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়।

পুলিশের দাবি, নোট কোথা থেকে এল তার তদন্ত শুরু হয়েছে। যদিও ওই নোটের তাড়া আসল না নকল তা এখনও পর্যন্ত বোঝা যায়নি। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে খালে ভাসা নোটের ছবি দেখা গিয়েছে। খালের আশপাশে অনেকেই খালের জলে ভেজা নোট বাড়ির চালে শুকোতে দিয়েছেন, সেই ছবিও ভাসছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement