সঙ্ঘের মঞ্চে গিয়ে কোপে সিপিএম নেতা

কেরলে খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জেলায় সিপিএমের এক নেতা সটান হাজির হয়ে গিয়েছিলেন আরএসএসের একটি অনুষ্ঠানে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০২:৫৫
Share:

একেই বোধহয় বলে বাঘের ঘরে ঘোগের বাসা!

Advertisement

কেরলে খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জেলায় সিপিএমের এক নেতা সটান হাজির হয়ে গিয়েছিলেন আরএসএসের একটি অনুষ্ঠানে! যুক্তি দিয়েছিলেন, শিক্ষামূলক অনুষ্ঠানে গেলে আপত্তির কী আছে? শেষ পর্যন্ত তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে ক্ষান্ত হল সিপিএম!

সঙ্ঘ-বিজেপি এবং সিপিএমের সংঘর্ষে বহু দিন ধরেই উত্তপ্ত কেরলের কান্নুর জেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ন এবং সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন কান্নুরেরই ভূমিপুত্র। সেই জেলারই পায়ুর এলাকার স্থানীয় নেতা এবং লোকাল কমিটির সম্পাদক কে কে প্রেমন একটি স্কুলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ‘সেবা ভারতী’ নামে সঙ্ঘের একটি শাখা সংগঠন। ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক শুরু হয়। নিজের কাজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন প্রেমনও। শেষ পর্যন্ত তাঁকে পায়ুরের ওই কমিটির সম্পাদক তো বটেই, সদস্য হিসাবেও আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। কেরলেও এখন সম্মেলন-পর্ব চলছে। সেই প্রক্রিয়ার মধ্যেই এমন সিদ্ধান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement