শিবসেনার ‘বাঘিনী’, প্রশ্ন তুলল সিপিএম

সিপিএমের বক্তব্য, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের কথা বারবার বলছেন তৃণমূল নেত্রী। অথচ রাজ্যে তৃণমূলও মেরুকরণের রাজনীতিতে মদত দিচ্ছে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ০২:২০
Share:

শিবসেনার সঙ্গে বন্ধুত্ব করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেমন লড়াই হবে, প্রশ্ন তুলল সিপিএম। সম্প্রতি মুম্বই সফরে গিয়ে শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই শিবসেনার মুখপত্রে বাংলায় মানুষের সমর্থন নিয়ে বামফ্রন্ট সরকারের পতন ঘটানোর জন্য তৃণমূল নেত্রীকে ‘বাঘিনী’ আখ্যা দেওয়া হয়েছে। সেই সূত্রেই সরব হয়েছেন সিপিএম নেতৃত্ব।

Advertisement

আরও পড়ুন: ‘ওয়ান ম্যান শো, টু ম্যান আর্মি’ চলবে না, তোপ শত্রুঘ্নর

সিপিএমের বক্তব্য, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের কথা বারবার বলছেন তৃণমূল নেত্রী। অথচ রাজ্যে তৃণমূলও মেরুকরণের রাজনীতিতে মদত দিচ্ছে। এর পরে শিবসেনার সঙ্গে কথা বলছে তারা! যে দল আরও মৌলবাদী ও আঞ্চলিকতাবাদী মনোভাব নিয়ে চলে, তাদের সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কী ভাবে লড়াই হবে, সেই প্রশ্নই বামেরা তুলেছে। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘‘আরএসএস ওঁকে দুর্গা বলেছিল। শিবসেনা বলল বাঘিনী। শিবসেনাকে তুষ্ট করতে চাইব আবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ব— দু’টো একসঙ্গে হয় না!’’ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও রবিবার বলেন, ‘‘বিজেপি-কে দিয়ে তৃণমূলের মোকাবিলা বা তৃণমূলকে দিয়ে বিজেপি-কে রোখা, দু’টোই আত্মঘাতী ভাবনা! তাদের দিয়ে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হবে না, তৃণমূলই বারবার প্রমাণ করছে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement