Assembly Election 2023

তিন রাজ্যে একাই লড়ার পথে সিপিএম

তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিল সিপিএম। রাজস্থানে ১৭, মধ্যপ্রদেশে চার এবং ছত্তীসগঢ়ে তিনটি আসনে প্রার্থী দিচ্ছে তারা। তেলঙ্গানায় আসন সমঝোতার বিষয়ে এখনও চেষ্টা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ০৮:২৮
Share:

—প্রতীকী চিত্র।

কংগ্রেসের সঙ্গে সমঝোতা বাস্তবায়িত না হওয়ায় শেষ পর্যন্ত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিল সিপিএম। রাজস্থানে ১৭, মধ্যপ্রদেশে চার এবং ছত্তীসগঢ়ে তিনটি আসনে প্রার্থী দিচ্ছে তারা। তেলঙ্গানায় আসন সমঝোতার বিষয়ে এখনও চেষ্টা চলছে।

Advertisement

রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেস শক্তিশালী। সেখানে ‘ইন্ডিয়া’র শরিক কোনও অ-বিজেপি দলকেই তারা যে আসন ছাড়তে চাইছে না, সেই সমস্যার কথা উঠে এসেছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিন দিনের সদ্যসমাপ্ত বৈঠকে। কংগ্রেস ‘নমনীয়’ মনোভাব না দেখালে সিপিএমকে একাই লড়তে হবে বলেও ঠিক হয়েছিল বৈঠকে। কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হওয়ার পরের দিন, সোমবার দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘‘আমরা ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে আলোচনা করেছি। তার পরে পরিস্থিতির প্রেক্ষিতে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। তেলঙ্গানায় আসন সমঝোতা নিয়ে এখনও আলোচনা চলছে।’’ রাজস্থানে গত বিধানসভা নির্বাচনে ২৪টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম। ইয়েচুরির দাবি, বামেদের অবস্থান আখেরে কংগ্রেসকে সরকার গঠনে সাহায্য করেছিল। সিপিএমের এখন দুই বিধায়কও আছেন
রাজস্থানে। সিপিএমের শীর্ষ নেতৃত্বের ব্যাখ্যা, কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও ওই রাজ্যগুলির বিধানসভায় বামেদের লড়াইয়ের অভিমুখ থাকবে বিজেপির বিরুদ্ধেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement