বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৫০০। ফাইল চিত্র
পর পর পাঁচ দিন দৈনিক সংক্রমণ রয়েছে তিন হাজারের উপরেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,১৫৭। রবিবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩২৪। দৈনিক সংক্রমণের হার রবিবারের তুলনায় অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১.০৭ শতাংশ। বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৫০০। গত ২৪ ঘণ্টায় সারা ভারতে মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে শুধু মাত্র কেরলেই ২১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া ওড়িশাতে দু’জন, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এক জনের করোনায় মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৭২৩ জন। দেশ জুড়ে সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১,৪৮৫)। এর পরে রয়েছে হরিয়ানা (৪৭৯), কেরল (৩১৪) ও উত্তরপ্রদেশ (২৬৮)। আপাতত ভারতে ১৮৯ কোটি ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৭ টিকাকরণ হয়েছে।