Bhopal

Covid 19 Warrior: ভাড়াটেকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিনামূল্যে অক্সিজেন জোগানো করোনা যোদ্ধা

অভিযোগ, জাভেদ এক দিন স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করেন। তার পর শাসিয়ে যান, ঘটনার কথা জানাজানি হলে নিস্তার নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১২:৪৭
Share:

ফাইল ছবি।

করোনার সময় বিনামূল্যে অক্সিজেন জুগিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন বহু মানুষের। নিজের অটোকে অ্যাম্বুল্যান্সে বদলে ফেলে মরণাপন্নদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। সেই ভোপালের অটোচালক জাভেদ এ বার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন।

পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন জাভেদের বাড়িতে। অভিযোগ, জাভেদ মাঝেমধ্যেই সেই মহিলার উপর শারীরিক নির্যাতন চালাতেন। তেমনই এক দিন স্বামীর অনুপস্থিতিতে জাভেদ বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করেন। তার পর শাসিয়ে যান, ঘটনার কথা জানাজানি হলে নিস্তার নেই। স্বামীকে জানালে, তাঁদের জাভেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। তবে এর পরেও জাভেদ পিছু ছাড়েননি বলে অভিযোগ। এর পরই পুলিশের দ্বারস্থ হন মহিলা। দায়ের করেন লিখিত অভিযোগ। পুলিশ জাভেদকে গ্রেফতার করে। বুধবারই তাঁকে আদালতে তোলা হবে।

Advertisement

২০২১-এর এপ্রিলে যখন দেশে চলছে করোনার স্ফীতি, অক্সিজেনের অভাব বড় হয়ে উঠেছিল। করোনা নয়, অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল বহু মানুষের। সেই সময় বিনামূল্যে করোনা আক্রান্তদের অক্সিজেন জোগান দিয়েছিলেন জাভেদ। পেশায় অটোচালক নিজের অটোকে বদলে ফেলেছিলেন অ্যাম্বুল্যান্সে। তাতে বহু মানুষকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এই কাজ করতে গিয়েই সেই সময় শিরোনামে আসেন করোনাযোদ্ধা। সেই যোদ্ধাই এখন ভাড়াটেকে ধর্ষণের অভিযোগে জেলবন্দি ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement