covid 19 india

Covid 19: উদ্বেগ বাড়াচ্ছে করোনা! দৈনিক সংক্রমণ ২০ হাজারের ঘরেই, দেশে করোনায় এক দিনে মৃত ৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৯৪ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ। মৃত্যু হয়েছে ৪৭ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১১:৪৯
Share:

প্রতীকী ছবি।

দেশ জুড়ে আবারও শুরু হয়েছে করোনার দাপাদাপি। দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২০ হাজারের গণ্ডি পার করেছে। চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ সামান্য কমেছে ঠিকই, কিন্তু তা একেবারেই স্বস্তিজনক নয়।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটি ছিল ২০ হাজার ১৩৮। অন্য দিকে, গতকালের তুলনায় শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা খানিকটা বেড়েছে। এক দিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটি ছিল ৩৮।

Advertisement

এই মুহূর্তে দেশে মোট রোগীর সংখ্যা এক লক্ষ ৩৯ হাজার ৭৩। দৈনিক সংক্রমণের হার ৪.৪৪ শতাংশ। এক দিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৯৪ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।কেরল, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, দিল্লি, গুজরাত, কর্নাটক, বিহার, হরিয়ানার মতো রাজ্যগুলিতে সংক্রমণের লেখচিত্র ঊর্ধ্বমুখী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement