covid 19 india

covid 19: দেশে সামান্য কমল সংক্রমণ, এক দিনে করোনায় আক্রান্ত ১৬ হাজার ১০৩, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা

শনিবারের তুলনায় রবিবার দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা সামান্য কমল। এক দিনে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১০:৪২
Share:

ফাইল চিত্র।

দেশের দৈনিক করোনা লেখচিত্রে সামান্য স্বস্তি। শনিবারের তুলনায় রবিবার প্রায় এক হাজার কমল সংক্রমণ। যদিও আগের দিনের থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য বেড়েছে।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ১৭ হাজার ৯২। এক দিনে কোভিডে মৃত্যু হয়েছে ৩১ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ২৯। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯।

Advertisement

করোনাকে হারিয়ে এক দিনে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯২৯ জন। এই মুহূর্তে দেশে কোভিডে সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ ১১ হাজার ৭১১। দৈনিক সুস্থতার হার ৪.২৭ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। দেশের বিভিন্ন রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৫৩৩। দিল্লিতে শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৮। গুজরাতে সংক্রমিত হয়েছেন ৫৮০ জন। পশ্চিমবঙ্গে এক দিনে আক্রান্ত হয়েছেন ১,৪৯৯ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement