Tina Dabi

Tina Dabi-Athar Aamir Khan: প্রথম বিয়ে টেকেনি! প্রাক্তন স্ত্রী টিনার মতো আবার বিয়ে করছেন আইএএস আমির খান

আইএএস টিনা দাবির সঙ্গে প্রথমে বিয়ে হয়েছিল আথার আমির খানের। সেই বিয়ে টেকেনি। এর পর আবার বিয়ে করছেন আমির। হবু স্ত্রীর সঙ্গে আংটি বদল করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ০৯:৪৫
Share:

হবু স্ত্রীর সঙ্গে আমির খান।

গত বছর দুই আইএএসের প্রেমকাহিনিতে ইতি পড়েছে। বিচ্ছেদের পর ইতিমধ্যেই নতুন করে পথচলা শুরু করেছেন আইএএস টিনা দাবি। এ বার তাঁর প্রাক্তন স্বামী আথার আমির খানও নতুন সম্পর্কের ইনিংস শুরু করলেন।

Advertisement

২০১৫ সালের ইউপিএসসি ব্যাচের দ্বিতীয় স্থানাধিকারী আমির আবার বিয়ে করছেন। হবু স্ত্রী মেহরিন কাজীর সঙ্গে আংটি বদল গিয়েছে তাঁর। নিজেই এই খবর দিয়েছেন আমির।

২০১৮ সালের ৭ এপ্রিল টিনা দাবির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। আইএএস পরীক্ষায় টিনা প্রথম হন, আমির দ্বিতীয়। সেই প্রথম কোনও দলিত মহিলা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন। স্বভাবতই আইএএসে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর প্রেমকাহিনি ঘিরে জোর চর্চা চলেছিল দেশ জুড়ে। মুসৌরিতে আইএএসে প্রশিক্ষণপর্ব চলাকালীনই তাঁদের আলাপ হয়। তবে তাঁদের বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১ সালের ১০ অগস্ট টিনা ও আমিরের বিচ্ছেদ হয়ে যায়।

Advertisement

চলতি বছরের এপ্রিল মাসে আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের সঙ্গে রাজস্থানের জয়পুরে বিবাহবন্ধনে আবারও আবদ্ধ হন টিনা। প্রাক্তন স্ত্রীর মতোই বিচ্ছেদ-যন্ত্রণাকে দূরে সরিয়ে আবার নতুন সম্পর্কে জড়ালেন আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement