ফাইল চিত্র।
দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের দাপট। যদিও শুক্রবারের তুলনায় শনিবার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। শুক্রবারের থেকে ৮.১ শতাংশ কমল সংক্রমণ।
একদিনে দেশে করোনা প্রাণ কেড়েছে ২০ জনের। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৭৯। দৈনিক সুস্থতার হার ৪.৩৯ শতাংশ। এক দিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। দেশে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।
দেশের মধ্যে পাঁচ রাজ্যের সংক্রমণের গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র, কেরল, দিল্লি, তামিলনাড়ু ও কর্নাটকে ক্রমশ বাড়ছে ভাইরাসের দাপাদাপি। মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন চার হাজার ২০৫ জন। কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৮১ জন। দিল্লিতে কোভিডে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৪৭ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৫৯। কর্নাটকে সংক্রমিত ৮১৬ জন।