COVID-19

কোভিড রুখতে কড়া পদক্ষেপ, পঞ্জাবে ঢুকতে গেলে থাকতেই হবে কোভিড নেগেটিভ রিপোর্ট

১৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ বজায় রাখতে পঞ্জাবের সব জেলার পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ০৩ মে ২০২১ ০৯:১৮
Share:

ফাইল চিত্র।

সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করল পঞ্জাব। এ বার থেকে সেখানে বিমান, ট্রেন বা স্থলপথে ঢুকতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতেই হবে। পাশাপাশি রাজ্যের সব সিনেমা হল, বার, জিম বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ সরকার। রেস্তঁরায় বসে খাওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে।

Advertisement

পঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের তরফে একটি নির্দেশিকায় সব জেলার পুলিশ আধিকারিকদের বলা হয়েছে, ১৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, অত্যাবশ্যক পণ্য ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে। অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের দোকান, সবজি এবং ফলের দোকান, মাছ, মাংস, ডিম, মোবাইলের দোকান রয়েছে।

Advertisement

নির্দেশিকায় আরও বলা হয়েছে, গাড়িতে দু’জনের বেশি যাতায়াত করতে পারবেন না। বাইক বা স্কুটারে পরিবারের এক জন ছাড়া অন্য কেউ উঠতে পারবেন না। এ ছাড়া সব সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য সব অফিসে সব ধরনের সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। বিয়ে, শ্রাদ্ধ বা অন্য কোনও অনুষ্ঠানে ১০ জনের বেশি জমায়েত যাতে না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement