Coronavirus in India

Fake Covid Vaccination: সিরিঞ্জে নেই করোনা টিকা, সূচ ফুঁড়েই দায় সারছেন বিহারের নার্স! ছবি ফাঁস নেটমাধ্যমে

ছপরার একটি সরকারি করোনা টিকা শিবিরের ওই ঘটনায় অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৭:১৪
Share:

নেটমাধ্যমে ভাইরাল হয়েছে খালি সিরিঞ্জ ফুঁড়ে দেওয়ার এই দৃশ্য। ছবি: টুইটার থেকে নেওয়া।

করোনা টিকা দেওয়ার নামে খালি সিরিঞ্জ ফুঁড়েই দায় সারছেন বিহারের বিহারের এক নার্স! নেটমাধ্যমে সেই ছবি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ছপরার একটি সরকারি করোনা টিকা শিবিরের ওই ঘটনায় অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নেটমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্ত নার্স একটি নতুন সিরিঞ্জ বার করে একটি ব্যক্তিতে টিকা দিচ্ছেন। কিন্তু সেই সিরিঞ্জ খালি। কারণ, ইঞ্জেকশন দেওয়ার আগে সিরিঞ্জে টিকা ভরেননি তিনি। ইঞ্জেকশন নেওয়া ব্যক্তি ঘটনাটি বুঝতেই পারেননি। তাঁর এক বন্ধু ইঞ্জেকশন দেওয়ার সময় হাজির ছিলেন। তিনি পুরো ঘটনাটি ভিডিয়ো করেছিলেন। বিষয়টি নজরে পড়ায় বন্ধুকে সতর্ক কেন তিনি। এর পরেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে এ পর্যন্ত বিহারে মোট ১০ লক্ষ ১৮ থেকে ৪৪ বছর বয়সিকে টিকা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement