Tamil Nadu

Covid-19 Vaccine: শপিং মল, রেস্তরাঁয় ঢুকতে চাই টিকার শংসাপত্র, নির্দেশিকা তামিলনাড়ুর মাদুরাইয়ে

মাদুরাইয়ের জেলাশাসক অনীশ শেখর শনিবার জানিয়েছেন, এলাকার বাসিন্দাদের অন্তত একটি কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:৪৩
Share:

প্রতীকী ছবি।

শুধু মাস্ক পরা আর দূরত্ববিধি মানাই যথেষ্ট নয়। তামিলনাড়ুর মাদুরাইয়ে বাজার, শপিং মল, হোটেল, রেস্তরাঁ, সরকারি-বেসরকারি দফতরের মতো নানা জায়গায় যেতে গেলে করোনা টিকার শংসাপত্র। ভারতে ওমিক্রন হানার খবর সামনে আসতেই নানা বিধিনিষেধে জারি হয়েছে দক্ষিণ তামিলনাড়ুর ওই শহরে।

মাদুরাইয়ের জেলাশাসক অনীশ শেখর শনিবার জানিয়েছেন, এলাকার বাসিন্দাদের অন্তত একটি কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ওই সময়সীমার মধ্যে টিকা না নিলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকাশ্য স্থানে ঘোরাফেরার উপর নিষেধাজ্ঞা জারি হবে।

Advertisement

প্রসঙ্গত, তামিলনাড়ুর পড়শি রাজ্য কর্নাটকে বৃহস্পতিবারই ওমিক্রন সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। তার পরেই সে রাজ্যের সরকার প্রকাশ্য জায়গাগুলিতে ঘোরাফেরার ক্ষেত্রে দু’টি করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement