ছবি: টুইটার থেকে।
বিয়ের আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন এক যুবক। তাতে অবশ্য বিয়ে থামাননি তিনি। নির্দিষ্ট দিনেই পিপিই কিট পরে বিয়ে সারেন তিনি। তাঁর সঙ্গে কনে, বিয়ের পুরোহিত ও বিয়েতে উপস্থিত বাকিদেরও পিপিই কিট পরে থাকতে দেখা যায়।
মধ্যপ্রদেশের রতলমে ঘটেছে এই ঘটনা। এই বিয়ের ভিডিও প্রকাশ করা হয় নেটমাধ্যমে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, পিপিই কিট পরেই বিয়ের সব আচার পালন করছেন তাঁরা। সব রকমের কোভিড বিধি মানা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে।
এই প্রসঙ্গে রতলমের তহসিলদার নবীন গর্গ বলেন, ‘‘১৯ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন ওই যুবক। আমরা বিয়ে বন্ধ করতে গিয়েছিলাম। কিন্তু যুগল অনুরোধ করেন, সব বিধি মেনেই বিয়ে করবেন তাঁরা। যুগল ও বিয়েতে উপস্থিত সবাই পিপিই কিট পরেছিলেন। তাই আমরা বিয়েতে অনুমতি দিই।’’