Amit Shah

Covid 19: মৃতদের পরিবারকে টাকা

মূলত কোভিডে মৃতদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য (এক্স-গ্রাশিয়া) দেওয়ার জন্যই তা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ০৮:০৫
Share:

ফাইল চিত্র।

২৩টি রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য দ্বিতীয় কিস্তিতে ৭২,২৭৪.৪০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে ১,৫৯৯.২০ কোটি আগেই পাঁচটি রাজ্যকে দেওয়া হয়েছে। এ বার মূলত কোভিডে মৃতদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য (এক্স-গ্রাশিয়া) দেওয়ার জন্যই তা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে তারা।
২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হলফনামায় কেন্দ্র জানিয়েছিল, করোনায় প্রত্যেক মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দেবে রাজ্য। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত করোনা নতুন করে কারও প্রাণ কাড়লে, তাঁদের পরিবারও তা পাবে। কোভিড মোকাবিলায় স্বাস্থ্য বা ফ্রন্টলাইন কর্মীর প্রাণ গিয়ে থাকলে, শর্তসাপেক্ষে তাঁদের পরিবারেরও এই সাহায্য পাওয়ার কথা। আদালতকে কেন্দ্র জানিয়েছিল, বিপর্যয় মোকাবিলা তহবিল খাতে কেন্দ্র যে অর্থ পাঠায়, এই টাকা মেটাতে হবে রাজ্যগুলিকে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মৃতের পরিবারকে যাতে দ্রুত অর্থ সাহায্য দেওয়া হয়, সেই কারণে হলফনামা দেওয়ার দশ দিনের মধ্যে রাজ্যগুলির জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুরের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
উল্লেখ্য, ১ মে ২০২১-২২ অর্থবর্ষের প্রথম কিস্তিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল খাতে সব রাজ্যের জন্য ৮,৮৭৩.৬ কোটি টাকা মঞ্জুর করেছিল কেন্দ্র। তা মূলত কোভিড মোকাবিলায় ব্যবহারে রাজ্যগুলিকে অনুমতি দিয়েছিল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement