Crime News

জঙ্গলে কিশোরীকে গণধর্ষণ তিন যুবকের! মারধর করা হল বন্ধুকেও, মধ্যপ্রদেশের ঘটনায় গ্রেফতার দুই

মধ্যপ্রদেশে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ওই কিশোরী এক বন্ধুর সঙ্গে জঙ্গলে গিয়েছিল। বন্ধুকে মারধর করে তাঁর সামনেই কিশোরীকে ধর্ষণ করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৯
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মধ্যপ্রদেশে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। জঙ্গলের মধ্যে ঢুকে তাকে তিন জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক।

Advertisement

মধ্যপ্রদেশের রায়সেন জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, কিশোরী এবং তার এক বন্ধু স্কুটারে চড়ে ঘুরতে বেরিয়েছিল। একটি জঙ্গলের পাশে স্কুটার দাঁড় করিয়েছিল তারা। জঙ্গলের ভিতরে গিয়ে বসে কথা বলছিল। সেই সময়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন যুবক। তিনি পেশায় ট্রাকচালক। তাঁর ট্রাক খারাপ হয়ে যাওয়ায় জঙ্গলের পাশে দাঁড়িয়ে পড়েন। দুই বন্ধুকে সাহায্যের জন্য ডেকে নেন। জঙ্গলের ধারে স্কুটার পড়ে থাকতে দেখে কৌতূহল হয় তাঁদের। ভিতরে ঢুকে যুগলকে বসে থাকতে দেখে তাদের আক্রমণ করেন তিন জন।

সাব ডিভিশনাল অফিসার অনিল মৌর্য জানিয়েছেন, জঙ্গলে ঢুকে যুবককে মারধর করেন অভিযুক্তেরা। তার পর তাঁর সামনেই কিশোরীকে গণধর্ষণ করেন। কোনও রকমে জঙ্গল থেকে বেরিয়ে যুগল রাস্তায় উঠে এসেছিলেন। একটি পুলিশের গাড়ি দেখতে পেয়ে তা দাঁড় করান। পুলিশ তাঁদের উদ্ধার করে।

Advertisement

তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুগল। ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়। তৃতীয় অভিযুক্ত পালিয়ে যান। তাঁর খোঁজ চলছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement