Witchcraft

ডাইনিবিদ্যার অনুশীলন করতেন স্বামী-স্ত্রী! সন্দেহে কুপিয়ে খুন ওড়িশায়, চলছে তদন্ত

তদন্তের সূত্রে পুলিশ জানতে পেরেছে, ওই দম্পতি ডাইনিবিদ্যার অনুশীলন করতেন বলে গ্রামবাসীদের একাংশের সন্দেহ ছিল। এই সন্দেহ থেকেই তাঁদের খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১১:১৯
Share:

প্রতীকী ছবি। ছবি সংগৃহীত।

ওড়িশার কেওনঝড় জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কুপিয়ে খুন করলেন এক প্রৌঢ় এবং তাঁর স্ত্রীকে। রবিবার সকালে জেলার রসুল ঝুমকিপাতিয়া শাহি গ্রামের একটি বাড়ি থেকে দেহ দু’টি উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে এই দম্পতিকে খুন করা হল, তা নিয়ে ধন্দে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের সঙ্গে ডাইনিপ্রথার যোগ রয়েছে।

Advertisement

তদন্তের সূত্রে পুলিশ জানতে পেরেছে, ওই দম্পতি ডাইনিবিদ্যার অনুশীলন করতেন বলে গ্রামবাসীদের একাংশের সন্দেহ ছিল। এই সন্দেহ থেকেই তাঁদের খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

মৃত দম্পতির কন্যা জানিয়েছেন, তাঁর বাবা বাহাদা মুর্মু (৪৫) এবং মা ধানি (৩৫) শনিবার রাতে বাড়ির বাইরের একটি বারান্দায় ঘুমোচ্ছিলেন। তিনি ভিতরের একটি ঘরে ঘুমোচ্ছিলেন। সে সময় হঠাৎ তিনি একটা চাপা আর্তনাদের আওয়াজ পান। ছুটে বাইরে বেরিয়ে তিনি দেখেন, রক্তে ভেসে যাচ্ছে তাঁর মা-বাবার দেহ। সে সময় তিনি তাঁর কাকা কিসান মারান্ডিকে ফোন করে সব কথা জানালে অন্য গ্রাম থেকে তিনিও চলে আসেন। দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এই জোড়া খুন প্রসঙ্গে কেওনঝড়ের পুলিশ সুপার মিত্রভানু মহাপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব বলে জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement