coronavirus

COVID in India: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত সাড়ে ৩৫ হাজার, মৃত্যুও রয়েছে ৫০০-র নীচে

দৈনিক মৃত্যুও দু’দিন ধরেই ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ০৯:৪২
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত তিন দিন ধরেই ৪০ হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন।

দৈনিক মৃত্যুও দু’দিন ধরেই ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জন। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ২ হাজার ১৮৮ জন।

Advertisement

দেশের দৈনিক আক্রান্তের প্রায় অর্ধেকই হচ্ছে কেরল থেকে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০৭ জন। মহারাষ্ট্রে ৫ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,০৫০), তামিলনাড়ু (১,৯৫৬), কর্নাটক (১,৫৯৮), ওড়িশা (১,২৪৩)। এ ছাড়া বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের কম রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেকদিন ধরেই ৫০০-র আশপাশে ঘোরাফেরা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement